Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
(ইংরেজী সংস্করনের জন নীচের লিংকে ক্লিক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন/ Please click the link below for English Version and share with others)
ঈদের প্রত্যয় হউক, গাজার মুসলিমদের উদ্ধার করতে আমরা এগিয়ে আসছি।
আন্যদের মত আজ আমরা বৃটেনে বসবাসরত মুসলিমরা এমন এক সময় পরিস্থিতিতে আমাদের ধর্মীয় আচারের অংশ হিসেবে ঈদুল ফিতর পালন করতে যাচ্ছি যখন আমাদের ভাই, বোন এবং শিশুরা বর্তমান দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী আমেরিকান সরকারের সরাসরি সমর্থনপুষ্ঠ এবং আমাদের বৃটিশ সরকারের সমরাস্ত্র প্রাপ্ত যায়নবাদী ইসরায়েল সরকারের প্রতিনিয়ত হামলায় আক্রান্ত। তারা আমদের সাথে ঈদ পালন করতে আজ প্রকাশ্যে বের হতে পারছে না। গত ৭ বছর যাবত এই জনপদকে তারা বেস্টিত করে রেখেছে।
এহেন পরিস্থিতিতে আমরা সাধারন মুসলিম জনতা, আমাদের নেতাগণ এবং বিশ্বের বিবেকবান মানুষগণ বসে বসে নীরব দর্শকের মত এ রাস্ট্রীয় সন্ত্রাস প্রত্যক্ষ করছি। আমরা আরো প্রত্যক্ষ করছি যে আমাদের ভাইয়েরা একদিকে আক্রান্ত হচ্ছে আর অন্যদিকে যখন তার দুর্বল শক্তি দিয়ে জবাব দিচ্ছে তখন মিডিয়ায় তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিত্রিত করা হচ্ছে।
অতএব এখন আমরা সাধারণ মুসলিম জনতা, আমাদের নেতৃবৃন্দ এবং বিশ্বের বিবেকবান মানুষদের করণীয় হচ্ছে আমরা ব্যাক্তিগত ও সম্মিলিতভাবে সর্ব্বশক্তি সংগঠিত করে অগ্রসর হয়ে শাসরুদ্ধকর পরিস্থিতি থেকে তাদেরকে মুক্ত করা। মুসলিম অধ্যুষিত ভুখন্ডের ব্যর্থ নেতৃত্ব ও সরকারসমুহ অপসারণ করে নতুন নেতৃত্ব প্রতিস্থাপিত করতে হবে। সময় যত দেরী হবে যায়নবাদ ততো বেশী সংগঠিত হবার সুযোগ পাবে। তাই আর দেরী না করে এখনি একশনে যেতে হবে।
(ইংরেজী সংস্করনের জন নীচের লিংকে ক্লিক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন/ Please click the link below for English Version and share with others)