Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

আওয়ামী লীগ কি ও তার প্রতিকারের উপায় কি?

Posted by on August 2, 2016.

(আমীনুর রশীদ, লন্ডন, ইউকে/ ২ আগস্ট ২০১৬)

আওয়ামী লীগ শুধু তথাকথিত একটি রাজনৈতিক দলই নয় বরং রাজনৈতিক দলের নামে বাংলার যমিনে আল্লাহতালার এক গজব।

ক্যান্সারের একটি জীবাণু যেমন প্রথমে শরীরে আশ্রয় নেয় তখন একটা মানুষ খুব স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু সময়ের ব্যবধানে তা পুরো শরীরকে গ্রাস করে ফেলে। ঠিক তেমনি আওয়ামী লীগ নেতা কর্মীদের সংশ্রবে থাকলে প্রথম দিকে আপনি টের পাবেন না যে এটা আপনার মন মগজে আক্রান্ত করেছে।

অদের সংশ্রবে থাকলে প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না ‘ইসলাম’ এর প্রতি আপনার ধারণা ও ভালবাসা কমে যাচ্ছে। পরবর্তীতে মনে হবে অন্যান্য ধর্মের ন্যায় ‘ইসলাম’ কয়েকটি বিশেষ আচার অনুষ্ঠানের সমস্টি এবং এটা মানব জীবনের ব্যাবহারিক ও বাস্তব বিষয়ে কোন নির্দেশনা দেয় না। ব্যাবহারিক ও বাস্তব বিষয় যেমন শাসনব্যবস্থা, বিচারব্যবস্থা উত্যাদি।

আওয়ামী লীগ এক ‘সংক্রামক মানসিক ব্যাধি’র নাম যা ক্যান্সারের চেয়েও মারাত্মক।

ক্যান্সার শুধু একটি মানুষকে শারীরিকভাবেই আক্রমণ করে কিন্ত আওয়ামীলীগ মানুষকে মানসিকভাবে আক্রমণ করে এক ধরণের মানসিক বিকৃতি ঘটায়। আক্রান্ত ব্যাক্তি তার হিতাহিত জ্ঞান ও স্বাভাবিক মানসিকতা হারিয়ে ফেলে। তার মনের মধ্যে এক ধরণের রূঢ়তা, মানসিক কাঠিন্য, বদমেজাজ, গোঁড়ামি, অন্ধ অনুকরণ প্রবণতা, একরোখামো তৈরী হয়। দুনিয়ার যত ভাল জিনিসই তাকে দেয়া হোক সে আর সেটা গ্রহণ করতে পারে না। কোন যুক্তিবাদীতা সে মানে না। ক্রমশ: হয়ে ওঠে অশিষ্টাচারী, কুপমন্ডুক ও হিংশ্র।

আর তাকে সংক্রামক বললাম এ জন্য যে তা এক ব্যাক্তি থেকে হাজারো ব্যাক্তির মধ্যে সংক্রামিত হয়। তাই এদিক বিচারেও তা ক্যাবসারের চেয়ে মারাত্মক।

আওয়ামী লীগ এর জন্ম

বিভিন্ন বর্ণনামতে এই গোঁড়া সেক্যুলারপন্থী বর্তমান আওয়ামী লীগ এর জন্ম হয়েছিল ১৯৪৯ সালে ভারতবর্ষের তদানীন্তন পাকিস্তানে। ভারতবর্ষের ইতিহাসে এরা প্রথমে ১৯০৬ সালে ব্রিটিশ ভারতে জন্ম নেয়া মুসলিম লীগের অন্তর্ভুক্ত ছিল। ‘মুসলিম লীগ’ থেকে জন্ম হয় ‘আওয়ামী মুসলিম লীগ এবং পরে তা থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে জন্ম হয় ‘আওয়ামী লীগ’এর। এখানে সন তারিখসহ বিস্তারিত ইতিহাস দেয়া আমার মুখ্য উদ্দেশ্য নয় বরং কিভাবে বিভিন্ন পর্যায়ে তা সেক্যুলারে রূপান্তিরিত তাই বর্ণনা করা আমার উদ্দেশ্য।

আওয়ামী লীগ প্রতিকারের উপায়

আওয়ামী লীগ একটি সর্ব্ব্যাপ্ত সামাজিক ব্যাধি। এটা এমন নয় যে তা এক পদক্ষেপেই তা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। এটা থেকে পরিত্রাণ লাভ করতে হলে দীর্ঘ্য মেয়াদী প্রক্রিয়া গ্রহণ করতে হবে। এবং ধাপে ধাপে এ ব্যাধির প্রকোপ হ্রাস করতে হবে।

প্রথমে আওয়ামী লীগ ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিদেরকে সামাজিকভাবে চিহ্নিত করতে হবে। তাদের সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। দুর্বল ঈমানদার ও দুর্বল চরিত্রের লোকদেরকে তাদের সংশ্রব থেকে দূরে রাখতে হবে।

পরিশেষে আওয়ামী লীগ এক সংক্রামক সামাজিক ব্যাধি হিসেবে ব্যাপক জনসচেতনতা বাড়াতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে।