Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বাংলাদেশে হামলার প্রতিবাদে লন্ডনে তাৎক্ষনিক সভাঃ ৬ জানুয়ারী হাইকমিশনে বিক্ষোভের ডাক

Posted by on December 25, 2019.

*”বাংলাদেশে হামলার প্রতিবাদে লন্ডনে তাৎক্ষনিক সভাঃ জানুয়ারী হাইকমিশনে বিক্ষোভের ডাক”*

(আমীনুর রশীদ, লন্ডন; editor@BangladeshMatters.com; ২৮ রবিউস সানি ১৪৪১ হিজরী/ ২৫ ডিসেম্বর ২০১৯)

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর এবং তাঁর সহকর্মীদের উপর ‘মুক্তিযাদ্ধা মঞ্চ’ নামে ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে গত রোববার লন্ডনের হোয়াইটচ্যেপেল সেন্টারে এক তাৎক্ষনিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তুহিন, ফারাবিসহ সকল আক্রান্তদের আশু সুস্থতার জন্য সকলের কাছে দোয়ার আহবান।

দেশের পরীক্ষিত ও দৃঢ়চেতা সাধারণ ছাত্র আন্দোলনের ন্যায়সংগত আন্দোলনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।

সভায় নিম্নোক্ত কর্মসুচী গ্রহণ করা হয়ঃ

২৮ ডিসেম্বর শনিবার বিকাল ৫-৩০মি: এ লন্ডনে কার্যকরী কমিটির সভা এবং

*”৬ জানুয়ারী সোমবার দুপুর ১২টায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান”*।

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশের শীর্ষ ছাত্রনেতা নুরের উপর হামলাকে তারা বাংলাদেশের উপর হামলা বলে উল্লেখ করেন।

তারা বলেন, দেশ আজ বিশেষ কোন ব্যক্তি ও গোষ্ঠির নয়। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভারতের প্রভাব বলয় থেকে মুক্ত করার জন্য দেশের ভেতরে ও বাইরে সকল পেশার ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে এক ঐক্যদ্ধ সংগ্রামে সক্রিয়ভাবে শামিল হওয়ার জন্য আহবান জানানো হয়।

ঢাকা বিশ্বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে’র চেয়ারম্যান আব্দুল কাদির সালেহ এর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ড: এম এ আজিজ, রফিক আহমেদ, ড: আজাবুল হক, সাংবাদিক আখতার মাহমুদ, আবু সালেহ মোহাম্মদ ইয়াহইয়া, বিশিষ্টকবি-সাংবাদিক আহমদ ময়েজ, সাংস্কৃতিক সংগঠক ইমাদুর রহমান ইমাদ, কমিউনিটি ব্যক্তিত্ব শফিক খান, বিশিষ্ট কবি-সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলু, সাংবাদিক-কমিউনিটি নেতা খান জামাল নুরুল ইসলাম, আবদুস সালাম, ক্যাম্পেইন বিশেষজ্ঞ আমীনুর রশীদ, বিলাল হোসাইন মোল্লা, জয়নাল আবেদীন, মাসুদুর রহমান,  মুহিব্বুল্লাহ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ও চিন্তাবিদ দিলওয়ার মিয়া, মোহাম্মদ মাসুদুজ্জামান, আব্দুল মোতালিব ও ইরফান আলী।