Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বাংলাদেশে সরকারীভাবে খুতবা প্রণয়ন ও মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ

Posted by on July 17, 2016.

*বাংলাদেশে সরকারীভাবে খুতবা প্রণয়ন ও মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ*

খুতবা রাষ্ট্রীয়ভাবে প্রদান করা তো আসলে ইসলামেরই একটা ঐতিহাসিক রীতি। এটা জালিম শাসক কর্তৃক একটা ভাল জিনিসের প্রবর্তন।

আমরা অনেকেই জানি ইসলামের ইতিহাসে এক জালিম শাসক ছিলেন বাগদাদের খলিফা হাজ্জ্বাজ বিন ইউসুফ। কিন্তু তার মাধ্যমে একটি ভাল কাজ হয়েছিল। অনারবদের কুরআন পড়ার সুবিধার জন্য সে জালিম খলিফা কুরআনে হরকতের প্রবর্তন করেছিলেন। কিন্তু তাই বলে জুলুমের দায় থেকে আমরা মুক্তি দিতে পারি না।

আমদের আলেম সমাজ তো এতটা যুগ ধরে একটা একক খুতবা উপহার দিতে পারেননি। ব্যাস্ত আছেন নিজেদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগীতায়। আল্লাহ তার ওয়াদাকৃত রীতি মোতাবেক দ্বীনি নেতৃত্বের দায়িত্ব পালনে গাফলতির কারণে এক জালিম শাসককে দিয়ে এ কাজটি করিয়ে নিয়েছেন।

এখনো এই জালিম আওয়ামী লীগ সরকারকে তার জারিকৃত খুতবা পরিবর্তনে বাধ্য করা যাবে যদি দ্বীনি উলামা ও আইম্মাহগণ সর্বসম্মতভাবে একটি জাতীয় খুতবা প্রণয়ন কমিটি গঠন করে খুতবা প্রণয়ন করে তা জাতির সামনে প্রস্তাবনা হিসেবে পেশ করেন।

আশা করি যদি এ ধরণের একটি জাতীয় খুতবার প্রস্তাবনা পেশ করেন এবং তার শ্রেষ্ঠত্ব তুলে ধরেন জালিম সরকার চাপের মধ্যে পড়ে যাবে এবং ধীরে ধীরে তা গণজাগরণ তৈরী করবে।

(আমীনুর রশীদ, Ameenur Rasheed, London, UK, m: +447939847723, e: ameenur1@yahoo.co.uk)