Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বাংলাদেশের গণমাধ্যমের সুরক্ষা ও বিকাশে আন্তর্জাতিক ভিডিও কনফারেন্স।

Posted by on May 31, 2020.

[আমীনুর রশীদ, Ameenur Rasheed, London. +447939847723. ameenur1@yahoo.co.uk]

আজ ৩১ মে ২০২০ রোজ রোববার বাংলাদেশে গণমাধ্যমের বিকাশে প্রফেশনাল ইন্টেগ্রিটি ও ভলান্টারি সেল্ফ রেগুলেটরি বডি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশী ডায়াস্পোরা জার্নালিস্ট কমিউনিটি এই ভিডিও কনফারেন্সে মিলিত হন। ইকোয়েল রাইটস ইন্টার্নেশনাল (Equal Rights International/ ERI) নামে একটি সংগঠন এর ব্যানারে এটি অনুষ্ঠিত হয়।     

‘ডিজিটাল সিকিউরিটি এক্ট ও সাংবাদিক নির্যাতন’ শিরোনামে কী-নোট স্পীচ উপস্থাপন করেন বৃটেন নিবাসী জার্নালিস্ট সামসুল আলম লিটন।

অনুষ্ঠান সঞ্চালন করেন উদোক্তা জার্নালিস্ট মাহবুব আলী খানসুর।

বিভিন্ন বক্তাগণ বাংলাদেশে প্রেস ফ্রিডম সংকোচনে আইন প্রণয়ন, অনুসন্ধানী সাংবাদিকদের চরমভাবে নির্যাতন, গুম, হত্যার লোম হর্ষক বর্ণনা তুলে ধরেন।

বৃহত্তর মানব সমাজের কল্যাণে সংবাদ কর্মীদের প্রফেশনাল ইন্টেগ্রিটি ও সংবাদ পেশার রেগুলশনের জন্য একটি ভলান্টারি সেল্ফ রেগুলেটরি বডি গঠনের জন্য প্রস্তাব করেন বৃটেন নিবাসী মিডিয়া বিশেষজ্ঞ আমীনুর রশীদ। বিষয়টির গুরুত্ব ও এর বিভিন্ন দিক নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করা হয়।

আলোচনায় আরও অংশগ্রহণ গ্রহণ করেন আমেরিকা থেকে জার্নালিস্ট মুশফিকুল ফজল আনসারী, বাংলাদেশ থেকে ইকনমিক রিপোর্টার খাজা মাইন উদ্দীন, জার্নালিস্ট কাফি কামাল, মিডিয়া ব্যক্তিত্ব জূবায়ের বাবু, আব্দুর রহমান খোকা, বৃটেন থেকে দিলরুবা আফরোজ, মুহাম্মাদ বদরুজ্জামান সহ আরও অনেকে।