Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা, বিবিসি সাংবাদিক ও ড্রোন ক্যামেরা নাটক!

Posted by on September 22, 2016.

(আমীনুর রশীদ, লন্ডন)

এভাবেই বাংলাদেশের সরকারী কর্মকর্তারা নাটকের দৃশ্য মত অভিনয় ঘরে বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি দর্শক শ্রোতার সংবাদের খোরাক যোগান দেয়। আর বৃটিশ ট্যাক্স পেয়ারদের অর্থে পরিচালিত বিবিসি’র মত প্রতিষ্ঠানের দায়িত্ববোধহীন সাংবাদিকগণ তাদের নাটকের উপকরণ হিসেবে কাজ করে।

আধুনিক বিশ্বের সব মানুষ ড্রোন ক্যামেরা সম্পর্কে জানে যে তা ক্যামেরার একটি সংস্করণ এবং তা খোলাবাজারে কোন ধরণের লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সরকারের আনাড়ি কাস্টমস কর্মকর্তারা এটাকে বিবিসি সাংবাদিকের সহুযোগীতায় এটাকে একটি মারণাস্ত্র সাজিয়ে খবর পরিবেশন করল। সম্প্রতি ঢাকা ইন্টার্নেশনাল এয়ারপোর্টে এক দুবাই থেকে আগত নজরুল ইসলাম নামের যাত্রীর কাছ থেকে এ ক্যামেরাটি জব্দ করার নামে তারা তা নিয়ে নেয়।

শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগ নামক সন্ত্রাসী গ্রুপ ২০০৯ সালে ক্ষমতা দখলের পর থেকেই তার প্রশাসনের কর্মকর্তারা মাঝে মাঝে একের পর এক এ ধরণের নাটকসুলভ ঘটনার জন্ম দিয়ে তাদের সন্ত্রাসী প্রশাসন জনগণের দৃস্টি অন্যদিকে প্রবাহিত করে।