Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

“এম সি একাডেমী রিইউনিয়ন: পরবর্তী ধাপ: কিছু দ্রুত করণীয়”

Posted by on July 7, 2016.

“এম সি একাডেমী রিইউনিয়ন: পরবর্তী ধাপ: কিছু দ্রুত করণীয়”

আমরা সবেমাত্র শেষ করলাম সংযম সাধনার মাস রামাদ্বান। তাই বৃটেনে অবস্থানরত আরো হাজারো জনের মত স্বভাবতই প্রশ্ন জাগছে-
এম সি একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সামগ্রিকভাবে কতদুর এগিয়ে আছে আর পরবর্তী ধাপে কি হতে যাচ্ছে।

ইতিহাসের পথ পরিক্রমায় গত ২৪ মে ২০১৬ তারিখে এ লক্ষ্যে একটি মিটিং হয়।

এ মিটিংয়ে রিইউনিয়নকে সামনে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে আরো ব্যাপক সম্পৃক্ততা বাড়ানোর নীতিগত সিদ্বান্ত গৃহীত হয়।

পরবর্তীতে সেই ব্যাপক সম্পৃক্ততা বাড়ানোর একই লক্ষ্য ১ জুন ২০১৬ তারিখে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। এ মিটিংয়ে আরো কিছু অনেক নতুন মুখের সমাগম ঘটে। আবার আগের মিটিংয়ের কিছু মুখ এখানে দেখা যায়নি। যা, স্বভাবিকভাবে হউক আস্বাভাবিকভাবে, আমাদের সমাজজীবনে মাঝে মাঝে ঘটে থাকে। কিন্ত আমরা অতীতের ত্রুটি বিচ্যুতি মিটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ মিটিংয়ের পরপরই রামাদ্বান এসে উপস্থিত হয়ে গেল।

বিগত দু’টি মিটিং নীতিগতভাবে একই সিদ্ধান্তগ্রহণ করে আর তা হল রিইউনিয়ন আয়োজনটি হবে সকলের সম্পৃক্ততায় একটি অন্তর্ভুক্তিমূলক (inclusive), প্রতিনিধিত্বমূলক (represtative) ও ভারসাম্যপূর্ণ (balanced) আয়োজন।

তাই সামগ্রিকভাবে রিইউনিয়ন আয়োজন প্রক্রিয়াকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য এখনই প্রয়োজন হল সকলের সম্পৃক্ততায় দ্রুততম সময়ের মধ্যে একটি মিটিং আয়োজন করা যাতে পারস্পরিক আস্থাহীনতা সৃস্টি না হয় এবং বর্তমান পারস্পরিক আস্থা অটুট থাকে ও তা ক্রমশ আরো বৃদ্ধি হয়।

আমাদের মনে রাখতে হবে অবশ্যই সংশ্লিষ্ট ও আগ্রহী সকলকে পারস্পরিক আস্থায় নিয়ে পরবর্তী মিটিং হতে হবে তাতে আয়োজনকারী যেই হোন না কেন। দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে এ ধাপ অতিক্রম করতে হবে।

রিইউনিয়নের মাধ্যমে যেন আমরা সার্বিকভাবে সত্যিকার অর্থে এম সি একাডেমী তথা গোলাপগঞ্জের জনমানুষের কল্যাণের পৃষ্ঠপোষক ও রুক্ষক (vanguard) হিসেবে ভূমিকা পালন করতে পারি। তাহলেই কেবল রিইউনিয়ন সফল ও সার্থক হিসেবে বিবেচিত হবে।

সুচিন্তিত ও যথাযথ মন্তব্য ও পরামর্শ সুসাগত।

[আমীনুর রশীদ (আমীন), Ameenur Rasheed (AMEEN), London, UK, m: +447939847723, e: ameenur1@yahoo.co.uk]