Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

বৃটেনস্থ সিলেট আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দ কিভাবে বাংলাদেশের শিক্ষা প্রক্রিয়ায় আন্তর্জাতিক ভূমিকা পালন করতে পারে

Posted by on October 16, 2016.

(আমীনুর রশীদ, লন্ডন, ১৬ অক্টোবর ২০১৬)

সিলেট আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে পরস্পরকে জানাজানি, যোগাযোগ, আদান প্রদানের মাধ্যমে বৃটেনের মাটিতে এক শক্তিশালী ভিত তৈরী করে দিতে পারে। আর তা ইয়াতিম বিশ্ব মুসলিম উম্মাহর এক নিয়ামক উপাদান হিসেবে ভূমিকা পালন করতে পারে।

কিছু কার্যকর তৎপরতার জন্য আমাদের সবার তরফ থেকে প্রয়োজনীয় মুশাওয়ারা আসতে পারে।

আমি সকল ভাইদের উদ্দেশ্যে কিছু বিনীত পরামর্শ রাখছি যা হয়তো বা আমার অজান্তে ইতিমধ্যে প্রদান করা হয়ে গেছে।

১। বৃটেনস্থ ভাইদের নাম, ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও অবস্থানের শহর ও পেশা/ কাজ এবং বাংলাদেশে নিবাসের তথ্য সম্বলিত একটি রেজিস্টার মেইন্টেইন করা।
إن
২। এই চলমান ওয়াটসাপ গ্রুপে আরো কিছু ভাইকে এডমিন হিসেবে অন্তর্ভুক্ত করা।

৩। আমাদের একটি কমন ইমেইল একাউন্ট সেট আপ করা যাতে এ গ্রুপের উদ্দেশ্যে প্রেরিত ইমেইল গ্রহণ ও সেখান থেকে তা প্রেরণ করা যায়। উদাহরণ স্বরূপ Madrasah.SylhetAlia@mail.org।

৪। সিলেট জেলার অন্যান্য মাদ্রাসার প্রাক্তন ছাত্রদেরকে অনুরূপ প্লাটফরম গঠনে অনুপ্রেরণা দেয়া এবং সেগুলো গঠনে কার্যকর সহায়তা ও সমর্থন প্রদান করা।

৫। সমান্তরালভাবে সিলেট জেলার ক্কাওমী মাদ্রাসাগুলোর প্রাক্তন ছাত্রদের অনুরূপ প্লাটফরম গঠনে অনুপ্রেরণা, সক্রিয় উদ্যোগ ও সহায়তা প্রদান করা।

৫। পরবর্তী ধাপে সিলেট জেলার সবগুলো ক্কাওমী ও সরকারী মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের থেকে বাছাইকৃতদের নিয়ে একটি সিলেট জেলা জয়েন্ট মাদ্রাসা প্রতিনিধি পরিষদ গঠন করা।

৬। পরের ধাপে সিলেট বিভাগীয় মাদ্রাসা প্রতিনিধি পরিষদ গঠন করা।

৭। পরের ধাপে বাংলাদেশ প্রাক্তন মাদ্রাসা ছাত্র প্রতিনিধি পরিষদ গঠন করা।

৮। বাংলাদেশ প্রাক্তন মাদ্রাসা ছাত্র প্রতিনিধি পরিষদ সমগ্র বাংলাদেশের মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ হাই কমিশন এবং বৃটিশ সরকার এর সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও দফতরের সাথে যোগাযোগ, আলোচনা, আদান প্রদান, মতবিনিময়, চুক্তি ও পারস্পিরিক সম্পর্ক উন্নয়ন ও রক্ষা করবে। এর মাধ্যমে সরকারের অযৌক্তিক সিদ্ধান্তসমূহের বিরূদ্ধে আন্তর্জাতিক লবি ও চাপ সৃস্টি করা যাবে।

আমি আপনাদের আশ্বস্ত করছি যে আমি শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত হইনি। সকলের সম্মতিক্রমে ও প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে আমি এ তৎপরতায় আমার সর্ব্বোচ্চ সাধ্যমত ভূমিকা পালন করব ইনশাল্লাহ।

سبحانك اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك و أتوب إليك