Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
[প্রতিবেদনটির ইংরেজী লিঙ্ক নীচে দেয়া হল
http://bangladeshmatters.com/boldhasina/]
আদালত অবমাননা হবে, আমি পরোয়া করি নাঃ প্রধানমন্ত্রী হাসিনা
বাংলাদেশের একটি হাই কোর্ট বেঞ্ছ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাই কোর্টেরই একটি আদেশের উপর মন্তব্য তদন্ত করবে বলে গতকাল জানিয়েছে। হাই কোর্ট নারায়ণহঞ্জে সাম্প্রতিক ৭টি হত্যাকান্ডের জন্য তিনজন র্যাব অফিসারকে গ্রেফতারের জন্য ইতিপুর্বে নির্দেশ দিয়েছিল।
গত শবিবার প্রধানমন্ত্রী তার সরকারী বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন “যখন আমরা তদন্ত করছিলাম এবং তদন্ত তখন সম্পন্ন হয়নি, তখন তদন্ত সম্পন্ন হয়নি তখন কি করে হাইকোর্টের একটি বেঞ্ছ র্যাবের তিনজন অফিসারকে গ্রেফতারের আদেশ দেয়। এখন যদি কোন তথ্য জানতে চান, জজ সাহেবদের কাছে যান” তিনি হাসতে হাসতে বলেনঃ “কি, আদালত অবমাননা হবে, আমি পরোয়া করি না।“
রোববার সকালে আইনজীবী তামজিদা মিলা ডেইলী স্টারের এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন। তিনি প্রতিবেদনটি পড়া শুরু করেছিলেন। পড়া শেষ হবার পুর্বেই বিচারপতি মির্জা হোসাইন হায়দর বিষয়টি তাকে পেশ করা জন্য বলেন। তিনি তদনুযায়ী তা পেশ করার পর বিচারপতি তা তদন্ত করবেন বলে জানিয়েছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে এ আইনজীবি বলেন যে, তিনি প্রধানমন্ত্রীর মনতব্যটি আদালতের নজরে আনলেন যা আদালত সম্পর্কে সাধারন মানুষের আস্থা নস্ট করবে। এটা এখন সম্পুর্নভাদে আদলতে এখতিয়ার। আমি তাদেরকে আদালত মামলা পরিচাওলা করার জন্য আবেদন করিনি কেননা তখন তারা আমাকে দরখাস্ত পেশ ক্রার জন্য বলবে।