Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

মার্কিন সরকার ইসরায়েল বিরোধী ইহুদী প্রফেসর নর্ম্যান ফিঙ্কেলস্টেইনকে গ্রেফতার করল।

Posted by on July 31, 2014.

ইংরেজী সংস্করণের জন্য ক্লিক করুন http://bangladeshmatters.com/us-arrested-jewish-professor-norman-finkelsten/

মার্কিন সরকার ইস্রাএল বিরোধী ইহুদী প্রফেসর নর্ম্যান ফিঙ্কেলস্টেইনকে গ্রেফতার করল।

Norman

প্রফেসর নর্ম্যান ইসরায়েল সরকার কর্তৃক ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে নিউ ইওর্কের ইসরায়েলী কন্সুলেটেরর সামনে গত মঙ্গলবার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে পিলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। গত সোমবার তিনি তার ওয়েবসাইটে এক গণ বিদ্রোহ এবং সম্মিলিত একশনের ডাক দেন। তিনি জনগণকে সেখানে উপস্থিত থাকার আহবান জানান।

মঙ্গলবার সাড়ে বারঊটার সময় লোকজন শেখানে সমবেত হলে ২০ মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়লে প্পুলিসশ এসে বিক্ষভকারীদের গ্রেফতার করে।

পুলিশ সেখান থেকে ব্রুক্লিন কলেজের রাস্ট্র বিজ্ঞানের প্রফেসর কৌরি রবিনকে ও গ্রেফতার করে নিয়ে যায়।