Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
(আমীনুর রশীদ)
মুসলিম উম্মাহর জন্য আল্লাহর এক সতর্কবাণী:
আল্লাহ বলেন: “(হে নবী) তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই যারা দ্বিনকে বিভক্ত করে ও বিভিন্ন উপদলে ভাগ হয়ে যায়। এ ধরণের লোকদের বিষয় আল্লাহর হাতে রইল। আল্লাহই তাদেরকে বিচারের দিনে জানিয়ে দেবেন তারা দুনিয়াতে কি করেছিল। (কুরান ৬:১৫৯)”
বিশ্বব্যাপী কঠিন ইসলাম বিরোধীদের মুখে মুসলিম উম্মাহর জন্য চ্যালেঞ্জের এই সময় ইসলামী দাওয়াতের অনেক কাজ আছে। কিছু সং্খ্যক প্রতিহিংসাপরায়ণদের দ্বারা প্ররোচিত না হয়ে বরং আমাদেরকে কুরান জানতে হবে, আল্লাহর রাসুলের জীবন চরিত জানতে হবে, মানুষদেরকে আল্লাহর ভয়ে ভীত হওয়ার আহবান জানাতে হবে, আখেরাতের জবাবদিহিতার কথা স্বরণ করাতে হবে, ইসলামী ভ্রাতৃত্ব ছড়াতে হবে, প্রতিহিংসাপরায়ণতা ভুলে যেতে হবে, দুনিয়াবাসীর সামনে নিজেদেরকে ইসলামের নমুমা হিসেবে উপস্থাপন করতে হবে।
অপ্রয়োজনীয় ও অনর্থক জিনিস থেকে দুরে থেকে বরং উম্মাহর জন্য জরূরী বিষয়ে অধিক মনযোগ দেয়া উচিত।