Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

রাজনৈতিক ও অরাজনৈতিক প্রচারনা প্রসংগে। (ভাষ্যকার: আমীনুর রশীদ)

Posted by on May 29, 2016.

রাজনৈতিক ও অরাজনৈতিক প্রচারনা প্রসংগে।
(ভাষ্যকার: আমীনুর রশীদ)

আজ এ প্রসংগে কিছু বললে না যেন একটি বড় সত্যকেই গোপন করা হবে।

রাজনৈতিক কোন প্রচারনা আসা মাত্রই অনেকেই অস্থির হয়ে পড়েন নিজেকে অরাজনৈতিক প্রমাণ করার জন্য।

কিন্তু তা কেন? তারা কি আসলেই অরাজনৈতিক? তারা কি কোন দুর্বলতা ও চাতুরতার আশ্রয় নিচ্ছেন না? রাজনীতি কি আসলেই একটি ঘৃণিত জিনিস?

রাজনীতি তো সমাজের সবচেয়ে বড় ও প্রধান অংগ ও নিয়ামক শক্তি। শিক্ষা ও সমাজসেবা সহ সব কিছুই তো রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত। একটি দেশের সরকার তো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকারের শিক্ষা বিভাগ/ মন্ত্রণালয় তো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা শিক্ষা সেক্টরকে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনিভাবে সমাজসেবা বিভাগ/ মন্ত্রণালয় এ সেক্টরকে নিয়ন্ত্রণ করে। ঠিক তেমনিভাবে সরকারের বিচার বিভাগ/ মন্ত্রণালয় দেশের সব বিচারক নিয়োগ করে থাকে।

একটি ভাল সরকারের প্রভাবে শিক্ষা ও বিচার সহ সব সেক্টরে সৎ ও সুশিক্ষিত ব্যক্তিরা নিয়োগ পাবে আর এক খারাপ সরকারের প্রভাবে সব সেক্টরেই খারাপ, দুর্জন ও কুশিক্ষিত ব্যক্তিরা নিয়োগ পাবে।

ভাল সরকার ছাড়া তো আসলে সমাজের বড় ধরণের ভাল কোন কাজ করা যায় না। খারাপ সরকার ভাল কাজকে বাধাগ্রস্ত করবেই।

সুতরাং সমাজের বৃহৎ কোন ভাল কাজ করতে হলে ভাল সরকার চাইতেই হবে ও খারাপ সরকারের বিরোধীতা করতেই হবে।

যারা এটা করে না বরং নিজেকে নিরপেক্ষ প্রমাণের চেষ্ঠা করে তারা হয়ত দুর্বল চরিত্রের লোক ও নির্বোধ। তারা হয়ত নিজেদেরকেই প্রতারিত করছে নতুবা তারা সমাজের চাতুর ও ধুর্ত প্রকৃতির সুবিধভোগী ব্যক্তি যারা সমাজকে শুধু প্রতারিত করছে।

এ দুই শ্রেণীর লোকগণ সমাজের জন্য ক্ষতিকর। কারণ তাদের কারণেই সমাজের খারাপ ব্যক্তিদের হাতে সমাজের নিয়ন্ত্রণ বহাল থাকে।

আমরা হব সমাজের সেই অংশ যারা সমাজের খারাপ ব্যক্তিদের খারাপ কাজের বিরোধীতা করে সমাজকে রক্ষা করার চেষ্ঠা করে যাব।

সুচিন্তিত ও যথাযথ মন্তব্য স্বাগত।

(বি:দ্র: কপিরাইট উন্মুক্ত। আমীনুর রশীদ, লন্ডন, ইউকে,+447939847723, ameenur1@yahoo.co.uk, www.facebook.com/AmeenurRasheedPress)