Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
বিশ্ব তামাক দিবসের অংগীকার।
আল্লাহ সকলকে তামাকের কবল থেকে মুক্ত করুক।
কিন্ত তামাকের চেয়েও ভয়াবহ ও নৃশংস হচ্ছে আমাদের রাজনীতি।
ক্যন্সারে আক্রান্ত জনতা একটি নিশ্চিত মৃত্য লাভ করতে পারে। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত তারা স্বাধীনভাবে মত প্রকাশ ও কথা বলতে পারে।
কিন্তু রাজনৈতিক নির্যাতনের শিকার জনগণ তার নিশ্চিত মৃত্যু ও কথা বলার স্বাধীনতা দুটোই একত্রে হারিয়ে ফেলে।
তামাক দিবসের অংগীকার হোক তামাকের সাথে সাথে রাজনৈতিক নির্যাতনের কবল থেকে জনগণ মুক্তি, নিশ্চিত মৃত্য ও মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতা।