Widgetized Section

Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone

এম সি একাডেমী রিইউনিয়ন পথ পরিক্রমায় ৩১ জুলাই ২০১৬ এর সভার সিদ্ধান্ত ও প্রত্যাশা

Posted by on August 2, 2016.

অবস্থানরত বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এম সি একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের রিইউনিয়ন আয়োজনের লক্ষ্যে ইতিপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন সভাসমূহের মুলনীতিসমূহের ভিত্তিতেই লন্ডনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে একটি সুশৃংখল, সুসমন্বিত, আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও সকলের সম্পৃক্ততায় রিইউনিয়ন অনুষ্ঠানের তৎপরতা আরো এক ধাপ এগিয়ে গেল।

সভায় রিইউনিয়নের সামগ্রিক তৎপরতার অগ্রগতি পার্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ডেলিগেটবৃন্দ একমত হন যে রিইউনিয়ন তৎপরতার সাথে বিভিন্ন পর্যায়ে তৎপর যথাসম্ভব সকল ব্যাক্তির সাথে আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট সকল ব্যাক্তি ও সমস্টিকে সম্পৃক্ত করে একটি ব্যাপক ও উন্মুক্ত পরামর্শ সভা আয়োজনের লক্ষ্যে যথাযথ ভুমিকা গ্রহণ করা একান্ত প্রয়োজন। আর সেই লক্ষ্যে ৬ জনকে বিশেষ দায়িত্ব দিয়ে সভা সর্ব্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। তারা হলেন: মুমিনুল হক চৌধুরী, ফেরদৌস আহমদ, বিলাদুর রহমান কাশেম, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম রাবেল ও মিসবাহুল হক মাসুম এবং মুমিনুল হক চৌধুরী উপরোক্ত ৬ জনের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করবেন।

সভা সম্মতি প্রদান করে যে প্রয়োজনে ৬ জন তাদের সংখ্যা বর্ধিত করে যে কোন এক বা একাধিক ব্যাক্তিকে অন্তর্ভুক্ত করতে পারবেন।

৬ জনের এ বিশেষ কমিটি এক দুরূহ ও চ্যালেঞ্জিং কাজ হাতে নিয়ে নব উদ্যমে তাদের যাত্রা শুরু করল।

তাদের কাজটা দুরুহ এইজন্য যে সকলেই প্রত্যাশা করে পরবর্তী এ ব্যাপক ও উন্মুক্ত পরামর্শ সভা আহবানে রিইউনিয়ন নিয়ে তৎপর সংশ্লিষ্ট সকল ব্যাক্তি ও সমস্টি স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে। এ সভা আহবানে কে, কিভাবে ভূমিকা পালন করবে তা সাব্যস্থ করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। সকলের আন্তরিকতা, অতীতের সকল উদ্যোক্তাদের কৃতকর্মের পারস্পরিক স্বীকৃতি ও মহানুভবতার মধ্য দিয়ে এ চ্যালেঞ্জে সাফল্য অর্জন করা সম্ভব বলে উৎসাহী সকলের বিশ্বাস। এটা প্রত্যাশিত যে উপরোক্ত ৬ জনের নিষ্ঠা, বুদ্ধিমত্তা, ত্যাগ, কৌশলীপনা ও সহযোগীতাপুর্ণ ভুমিকার মাধ্যমে রিইউনিয়নের কাজ আরো সামনে এগিয়ে যাবে এবং এতদঞ্চলের অন্যান্য প্রতিষ্ঠানের প্রাক্তন

উল্লেখ্য যে সমন্বিতভাবে রিইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবার একই লক্ষ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ২৪ মে ২০১৬ তারিখে শুরু হয়ে, ১ লা জুন ২০১৬ ও ১৮ জুলাই ২০১৬ তারিখে ইতিপূর্বে কয়টি সভা অনুষ্ঠিত হয়। সবগুলো সভা অনুষ্ঠানের আয়োজকরাই তাদের স্বতঃস্ফূর্ত তৎপরতা ও আগ্রহের জন্য কৃতজ্ঞতার দাবীদার।

[আমীনুর রশীদ (আমীন), Ameenur Rasheed (AMEEN), London, UK, m: +447939847723, e: ameenur1@yahoo.co.uk, dated 21 Julay 2016]