Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
(আমীনুর রশীদ, লন্ডন, ৪ অক্টোবর ২০১৬)
এগিয়ে আসুন, বিশেষভাবে ও সুনির্দিষ্টভাবে বাংলাদেশে ন্যায়বিচার, সুশাসন, কল্যানমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও তা অব্যাহত রাখতে কার্যকর সহায়তা ও সমর্থন প্রদান করার জন্য আমরা সমগ্র বৃটেনব্যাপী তিলে তিলে একটি কার্যকর *’বন্ধু সংগঠন’* গড়ে তুলি।
প্রস্তাবিত এ সংগঠনটি বৃটেনে বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতিনিধিত্বকারী সর্ব্বোচ্চ পর্যায়ের একটি সংগঠন হবে এবং সে লক্ষ্যে সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।
এই সংগঠনেরর পরিচালনায় সম্পৃক্ত ব্যাক্তিগণের বাংলাদেশ বিষয়ে উল্লেখযোগ্য আগ্রহ ও স্বার্থ পরিলক্ষিত হতে হবে।
বাংলাদেশের সার্বিক বিষয়ে এই সংগঠন প্রথম কন্ট্যাক্ট পয়েন্ট (first point of contact/ port of call) হিসেবে কাজ করবে।
বৃটেনের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্ত্তৃপক্ষের সাথে বাংলাদেশের সর্ব্বোচ্চ স্বার্থে নিয়মতান্ত্রিক পন্থায় লবিং তৎপরতা পরিচালনা করবে।
‘ক্কুরআন’ এর কোন বিধানের সাথে সাংঘর্ষিক কোন কিছু গ্রহণ করা যাবে না এবং যে কোন পর্যায়ে এ ধরণের কিছু পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে।
বৃটেনে অবস্থিত অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটির উচ্চ পর্যায়ের কর্ত্তৃপক্ষ ও দূতাবাস কর্ত্তৃপক্ষ সমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লিয়াঁজো ও লবিং কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখিত মূলনীতিসমূহের আলোকে প্রয়োজনবোধে সময়ে সময়ে সংগঠনের বিভিন্ন উপবিধি প্রণয়ন করা যাবে।