Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
আমরা *’মধ্যবর্তী উম্মাহ’*, *’মধ্যমপন্থী উম্মাহ’* নই।
(আমীনুর রশীদ, লন্ডন, +447939847723, ameenur1@yahoo.co.uk)
*’মধ্যমপন্থী ইসলাম’* আসলে এক বিরাট আপত্তিকরভাবে চলমান একটি অযথার্থ পরিভাষা।
ইসলাম তো একই ইসলাম। তা আবার চরমভাবে উত্তম, মধ্যম ও চরমভাবে অধম কিভাবে হয়? আর যদি তাই হয়ে থাকে তবে চরমভাবে উত্তম ইসলামকে আমরা সমর্থন করব। আমরা কেন মধ্যমপন্থী ইসলামকে সমর্থন করব? তাহলে কি ইচ্ছে করে, সুপরিকল্পিত ও সুচিন্তিতভাবে আমরা এক ধাপ নীচে নামব?
এ প্রসংগে আমাদের তথাকথিত কিছু বিশেষজ্ঞ পণ্ডিত শাইখ স্কলারগণ সেক্যুলার ও ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবীদের উদ্ভাবিত পরিভাষায় প্রভাবিত হয়ে ক্কুরানের একটি আয়াতের ব্যাখ্যা প্রদান করেন।
এতে তারা *’মধ্যবর্তী উম্মাহ’* পরিভাষা ব্যাবহারের পরিবর্তে *’মধ্যমপন্থী উম্মাহ’* পরিভাষাটি ব্যাপকভাবে ব্যাবহার ও প্রচলন করেন। আর এখানেই শুরু হয় বিভ্রান্তি। হীনমন্যতার বশবর্তী হয়ে মধ্যমপন্থী হিসেবে আমাদেরকে পরিচয় করে একধাপ নীচে নামিয়ে দুনিয়াবাসীকে খুশী করার আকাংখাটাই প্রস্ফুটিত হয়।
বরং ইসলামের চরম সৌন্দর্যকে উপস্থাপন করে আমরা গৌরববোধ করতে পারি। ইসলাম চরমভাবেই উত্তম এক জীবন ব্যবস্থা। এটা যত চরমভাবে হবে মানবজাতির জন্য তা তত বেশী কল্যাণকর হবে।
আমরা *’মধ্যমপন্থী উম্মাহ’* নই বরং *’মধ্যবর্তী উম্মাহ’*।
আমরা মুসলিম উম্মাহ মধ্যবর্তী অবস্থানে রয়েছি। আমাদের একপাশে দুনিয়ার সমস্ত জনসাধারণ যাদের জন্য আমরা শুহাদা (شهداء) বা মডেল হিসেবে রয়েছি। আর আমাদের অন্যপাশে আল্লাহর রাসূল রয়েছেন আমাদের জন্য শহীদ (شهيد) বা মডেল হিসেবে।
*”انا جعلناكم امة وسطا لتكون شهداء على الناس و يكون الرسول عليكم شهيدا”*
*”আমি তোমাদেরকে একটি মধ্যবর্তী উম্মাহ হিসেবে পরিগণিত করেছি যাতে তোমরা দুনিয়াবাসীর উপর মডেল হিসেবে ভূমিকা পালন কর আর রাসূল তোমাদের উপর মডেল হিসেবে ভূমিকা পালন করেন”*