Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
(আমীনুর রশীদ, লন্ডন। মোবাইলঃ +৪৪৭৯৩৯৮৪৭৭২৩, ইমেইলঃ ameenur1@yahoo.co.uk। বৃহস্পতিবার, ২৩ মুহাররাম ১৪৪২ হিজরী, ১0 সেপ্টেম্বর ২০২০ ঈসায়ী)
আজ লন্ডনের টেমস ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাংগনে ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা সংস্কারের দাবিতে বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশগ্রহণহিসেবে সমবেত জনতার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে একটি বিশেষ বিচার কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিচার প্রত্যক্ষকারীদের মধ্যে ছিলেন অনলাইন জার্নাল বাংলাদেশ ম্যাটার্সের (BangladeshMatters.com) সম্পাদক ও বাংলাদেশ ট্রাস্টের সদস্য আমীনুর রশীদ ও সদস্য মোঃ আনোয়ার হোসেন উরফে শাওন। বিচার কার্যক্রম শেষে তারা বাইরে অপেক্ষমান উৎসুক জনতার সাথে মিলিত হন। আদালত অঙ্গনে অপেক্ষমানদের মধ্যে ছিলেন বাংলাদেশ ট্রাস্টের সদস্য বদরুল হোসেন চৌধুরী উরফে সাইফুল, সদস্য মো রাজু হোসেন, সদস্য মোঃ সিরাজ রানা ঢালী ও সদস্য কবির আহমেদ।
বিভিন্ন ডিজিটাল মাধ্যমে উক্ত কার্যক্রমে সমর্থন জ্ঞাপন করেন বাংলাদেশ ট্রাস্টের সদস্য ডঃ মোঃ শফিকুল ইসলাম আজিজ ও সদস্য আনোওয়ার হোসেন চৌধুরী।
সমাবেশে অনশগ্রহণকারীগণ ত্রূটিপূর্ণ ব্যবস্থার কারণে পরিবার ব্যবস্থা ক্রমে ধবংসের দিকে ধাবিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
পরিবারের শৃংখলা ও দৃঢ় সংহতি রক্ষায় রাস্ট্র, সরকারের বিভিন্ন সংস্থা ও বিচার ব্যবস্থার ত্রুটিপূর্ণ হস্তক্ষেপকে তারা পরিবার ব্যবস্থার ভাংগার জন্য দায়ী করেন।
পরিবার ব্যবস্থার সুরক্ষার জন্য বাংলাদেশ ট্রাস্টের কমিউনিটি মিডিয়েশন, ম্যারেজ মিডিয়েশন, সাপ্তাহিক নিয়মিত ওয়ার্কশপ ইত্যাদিসহ নব উদ্ভাবিত বহুমূখী কার্যক্রমে ব্যাপক জনগণকে সম্পৃক্ত হওয়ার জন্য উদাত্ত আহবান জানানো হয়।