Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
‘বাংলাদেশ ট্রাস্ট’ জরুরী মিটিং এর আপডেট
১। বৃটেনের ত্রুটিপূর্ণ পারিবারিক আইন ও জাস্টিস সিস্টেমের কারণে সৃষ্ট দ্বন্দ্ব পীড়িত পরিবার সমূহকে সুরক্ষার জন্য জরুরী কার্যক্রমের আওতায় গতকাল শুক্রবার ১৩/১১/২০২০ লন্ডনের নিউহ্যাম এলাকার ‘বাংলাদেশ ট্রাস্ট’ চিফ কোওর্ডিনেটর আনোয়ার হোসাইন চৌধুরীর নেতৃত্বে ইন্টারন্যাশনাল হ্যালথ গাইডলাইন মেনে এক জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।
২। ‘বাংলাদেশ ট্রাস্ট’ এর সদস্য সংখ্যা আরো বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২। বর্তমানে চলমান ‘ভলান্টারি ডোনেশন ও কর্জ হাসানা স্ট্যন্ডিং অর্ডার’ এর বর্তমান মোট সংখ্যা ৬টি থেকে আরো বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। বাংলাদেশ ট্রাস্ট সার্বিক কার্যক্রমকে আরো জোরদার করার লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত ‘চ্যারিটি ফাণ্ড’ গঠনের জন্য নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
৪। বাংলাদেশ ট্রাস্ট’ এর কার্যক্রমকে জোরদার করার জন্য একটি স্বায়ত্তশাসিত ‘ট্রেডিং ক্যাপিটাল ফান্ড’ গঠনের জন্য নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
‘বাংলাদেশ ট্রাস্ট’ এর পক্ষে-
আমীনুর রশীদ (+447939847723)