Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
বাংলাদেশ ট্রাস্ট | প্রেস বিজ্ঞপ্তি ১৮/১২/২০২০ (Editor@BangladeshMatters.com)
আলহামদুলিল্লাহ, আজ রোজ শুক্রবার ১৯.১২.২০২১ তারিখে নিয়মিত সাপ্তাহিক অধিবেশনে ফান্ডরেইজিং আপিলের প্রেক্ষিতে বাংলাদেশ ট্রাস্ট ৩,০০০.০০ (তিন হাজার) পাউন্ডের আর্থিক প্রতিশ্রুতি অর্জন করে।
সাম্প্রতিককালে আলোচিত একটি ফ্যামিলি ইন্টার্ভেনশন ইমার্জেন্সী টেলিফোন রেসপন্স হটলাইন সার্ভিস চালু করার জন্য ন্যুনতম ১০,০০০.০০ (দশ হাজার) পাউন্ডের একটি প্রারম্ভিক তহবিল গঠনে সকলের যথাসাধ্য অংশগ্রহণের আহবান জানানো হয়। উপস্থিত মহানুভব ব্যক্তিবৃন্দ সম্মিলিতভাবে কর্জে হাসান হিসেবে ৩,০০০.০০ (তিন হাজার) পাউন্ড প্রদানের প্রতিশ্রিতি প্রদান করেন। অধিবেশনে অংশগ্রহন করেন ট্রাস্টি জনাব বদরুল হোসেন চৌধুরী(সাইফুল), ট্রাস্টি জনাব মোঃ আনোয়ার হোসেন (শাওন), মোঃ রাজু হোসেন, মোঃ মোস্তফা হোসেন ও আমি আমিনুর রশীদ সহ আরো অনেকে।
পরিবার প্রথাকে লালন করার জন্য পর্যায়ক্রমে ফ্যামি্লি সোশাল জুরি সার্ভিস, ফ্যামিলি ইমার্জেন্সী শেল্টার হাউস, ফ্যামিলি সোশাল এস্কর্টিং সার্ভিস চালু করা হবে ইনশাল্লাহ।
পারিবারিক নৈরাজ্য ও বিশৃংখলা যুক্তরাজ্য সহ সমগ্র বিশ্বে রাস্ট্রীয় আইন-কানুন ও পৃষ্ঠপোষকতায় আজ মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। সাধারণত পথভ্রস্ট মাতা কর্তৃক বানোয়াট ডমেস্টিক ভায়োলেন্সের অভিযোগের ভিত্তিতে পিতাকে পরিবারগৃহ থেকে অপসারণ করে সন্তানাদিকে কৃত্রিমভাবে এতিম করে দিয়ে কৃত্রিম সামাজিক ভাংগন ও বিশৃংখলা সৃস্টি করা হচ্ছে।
আমীনুর রশীদ
পক্ষে
বাংলাদেশ ট্রাস্ট