Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
বাংলাদেশ ট্রাস্ট ইউকে
Bangladesh Trust UK
390 Hoe Street
London E17 9NA
তারিখঃ ২০/১১/১৪৪১ হিজরি মোতাবেক ১০/০৭/২০২০ ঈসায়ী
লন্ডনে ‘বাংলাদেশ ট্রাস্ট’ এর ঐতিহাসিক ৩ দফা ঘোষনাঃ
(১) সার্বিক সুশাসনের সংস্কৃতি, (২) সামাজিক ডাটাবেইজ তৈরী ও (৩) উন্নত চরিত্রের নেতৃত্ব
আজ ১৯ জুলক্কাদ ১৪৪১ হিজরী মোতাবেক ১০ জুলাই ২০২০ ঈসায়ী সন রোজ শুক্রবার লন্ডনে ‘বাংলাদেশ ট্রাস্ট’ এর এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ৩ দফা কর্মসূচি গ্রহণ করা হয়।
১। ইউকে ভিত্তিক প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উপর আলোকপাত করে বাংলাদেশী বংশোদ্ভুত একটি সামাজিক ক্যাম্পেইন গ্রুপ হিসেবে সাধারণত বিশ্বের যে কোন অঞ্চলে তবে বিশেষত বাংলাদেশ ও ইউকেতে সুশাসনের সংস্কৃতির উন্নীতকরণে উদ্দীপনা প্রদান ও নিজ সামর্থ্যে অনুযায়ী প্রভাব প্রয়োগ করা।
২। বাংলাদেশী কমিউনিটি যারা বিশেষত, কিন্তু চুড়ান্তভাবে নয়, বাংলাদেশে ও ইউকেতে অবস্থান করছেন তাদের সমসাময়িক সামাজিক ধারার উপর পরিসংখ্যান ও অনুসন্ধান-গবেষণা-বিশ্লেষণ কার্যক্রম সম্পাদন ও পরিচালনা, তার ডাটাবেইজ তৈরি ও সংরক্ষণ এবং তা জনসমক্ষে যথাযথভাবে উপস্থাপন করা।
৩। জনকল্যাণে পরিচালিত কার্যক্রম থেকে উৎসারিত যাবতীয় সম্পত্তি, ব্যবসা-প্রতিষ্ঠান সমূহের যৌথ আমানতদার হিসেবে একটি স্বায়ত্বশাসিত সংস্থা হিসেবে নিজেদেরকে উন্নত নৈতিক চরিত্র ও সামজিক ক্ষেত্রে দক্ষতার মাধ্যমে পরিচালিত করা।
এদিন বাংলা ও ইংরেজিতে প্রণীত যৌথ ঘোষণা স্মারকে ট্রাস্টি হিসেবে স্বাক্ষর করেন (১) আমীনুর রশীদ, (২) ডঃ মুহাম্মদ শফিকুল ইসলাম আজিজ, (৩) মুহাম্মাদ আনোয়ার হোসেন উরফে শাওন ও (৪) বদরুল হোসেন চৌধুরী উরফে সাইফুল।
এ সভা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আরো উপস্থিত থেকে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন বিশিষ্ট সমাজকর্মী রাজু আহমদ এবং বাংলাদেশ থেকে অনলাইনে সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেন বিশিষ্ট সমাজকর্মী সুমন আহমাদ।
উক্ত সভায় ট্রাস্টিবৃন্দ আর নিম্নবর্ণিত আরো ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেনঃ
(১) ট্রাস্টিবৃন্দ অনলাইন জার্নাল BangladeshMatters.com এর পরিচালনার পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন।
(২) ট্রাস্টিবৃন্দ ইউকেতে পরিবারের সদস্য বিশেষত নিজ ঔরসজাত নাবালক সন্তান ও বিবাহিত স্ত্রীর উপর কাস্টডি অধিকার থেকে বঞ্চনা হেতু মানসিক বিপর্যস্ত পুরুষদের জন্য সামাজিক আবাসন (social housing) পরিচালনার একটি স্কীম গ্রহণ করেন।
নৈতিক ও বাস্তব সমর্থন প্রদানের মাধ্যমে ‘বাংলাদেশ ট্রাস্ট’ এর মহৎ কার্যক্রমে শরীক হয়ে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করার জন্য উক্ত বৈঠকে ইউকে, বাংলাদেশ তথা বিশ্বের যে কোন অঞ্চলে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত জনগোষ্টিকে উদাত্ত আহবান জানান হয়।