Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
* লন্ডনে এক ব্যতিক্রমী আড্ডা*
গতকাল ২৫ জমাদিউস সানী ১৪৪১ হিজরী মোতাবেক ১৯ ফেব্রুয়ারি ২০২০ ঈসায়ী সন রোজ বুধবার দিবাগত রাতে আমরা ক’জন লন্ডনের একটি ছোট হল রুমে একটা ব্যতিক্রমী আড্ডায় বসেছিলাম।
আডায় অংশগ্রহণ করা অনলাইন কাঁপানো মিডিয়া ব্যক্তিত্ব যিনি বিশ্বের বিভিন্ন দেশের আস্তিক-নাস্তিক বিতর্কে ঝড় তুলে থাকেন। কেউবা আবার ব্যবসায়িক অংগনে সফল ব্যক্তিত্ব। কেউবা প্রাতিষ্ঠানিক শিক্ষার আনুসাংগিক গৃহ শিক্ষায় বেশ ভূমিকা রেখে চলেছেন। কেউবা আবার বেশ পরিশীলিত ও মিতভাষী সাহিত্যানুরাগী। কেউ নিয়ে এসেছিল তার তারুণ্যের উদ্যমী তৎপরতা।
আলোচনা গড়িয়ে গড়িয়ে চলছিল। হঠাৎ আমাদের একজন ক্কুরআন নিয়ে কিছু ব্যস্ত সময় অতিবাহিত করার প্রস্তাব দিল। সবাই খুবই উৎফুল্লতার সাথে গ্রহণ করল। শুরু হল সমস্বরে ক্কুরআনের তেলাওয়াত। সবাই যেন বেশ নান্দনিক হওয়ার প্রচেষ্ট ছিল। সমস্বরে ক্কুরআন তেলাওয়াতের পর একে একে সবাই এককভাবে তেলাওয়াত করল।
বৈঠক যেন শেষ হতে চাচ্ছিল না। সবাই বের হয়ে যাচ্ছিলাম। কিন্তু তবুও যেন কথা শেষ হচ্ছিলো না। হাঁটতে হাঁটতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা চলল।
একজনের পক্ষ থেকে প্রস্তাব আসল যে বৃটেনে অবস্থিত বিশাল বাংলাদেশী কমিউনিটির বিষয়ে একটি স্থায়ী তৎপরতার জন্য আমাদের একটি স্থায়ী ভবন অর্জন করতে হবে। সবাই সমস্বরে ঐক্যমত প্রকাশ করলেন।
প্রস্তাব আসল যে বহুল আকাংখিত একটি ভবন অর্জন ও পরিচালনার একটি ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। কিছু প্রস্তাব আসল কে বা কারা ট্রাস্টিশীপের দায়িত্ব নেবেন। অবশ্য ট্রাস্টিদের তালিকা চূড়ান্ত করা হয়নি।
প্রস্তাব আসল যে ট্রাস্ট পরিচালনার জন্য একটা খসড়া দলীল (instrument of trust) প্রস্তুত করতে হবে। সবাই দায়িত্বটি আমার উপর অর্পণ করলেন।
আর এভাবেই আমাদের এ ছোট পরিসরের মহান আড্ডা আপাতত সমাপ্ত হল।