Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
Consultation on Re-union of M C Academy, Golapganj, Sylhet
এমসি একাডেমী পুনর্মিলনী পরামর্শ সভা
Venue:
Amargaon Restaurant,
50 Bricklane,
London E1 6RF
Date: 1 June 2016, 7pm
Media Partner:
BangladeshMatters.com
বৃটেনে অবস্থানরত গোলাপগঞ্জ এম সি একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার লক্ষ্যে গত ২৪ মে ২০১৬ তারিখের কয়েকদিন পর মাত্র ৮ দিনের ব্যবধানে আরেকটি প্রস্তুতি সভা হতে যাচ্ছে আগামী আগামী ১ জুন ২০১৬। আয়োজক ব্যক্তিগণ দেখা যায় ভিন্নলোক।
স্বভাবতই কারো মনে খটকা লাগতে পারে। প্রশ্ন জাগতে পারে আমরা কি ভাগ হয়ে গেলাম।
আমি নিজেও তা জেনে কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলাম। আলাপ করলাম দুটি সভার আয়োজকদের সাথে।
আলাপ থেকে মনে হচ্ছে যে দুই আয়োজক টিমের লোকজন চমৎকার ও মহান হৃদয়ের মানুষ। তারা আমাদের মধ্যকার কীর্তিমান পুরুষ। তারা কেউ আমাদের মান সম্মান ডুবাবে না।
আমার সাথে তারা উভয়েই বলেছে যে, তারা আসলেই এক হয়ে কাজ করতে চায়। তারা নামেই শুধু ভিন্ন। তাদের মন এক, চাওয়া এক। তারা উভয়ে চায় একটা সুন্দর মিলনমেলা। আগামী সভার আয়োজকরা তো বলেছে তারা বিগত সভার সকল আয়োজকদের দাওয়াত দিয়েছে। এতেই বুঝে যায় আনাদের মধ্যে রয়েছে সুমধুর ও দৃঢ় সম্পর্ক।
তাদের লক্ষ্য একদম একই জিনিস। আছে শুধু কিছু বলা না বলা অথবা বলতে পারা না পারার কারণে কিছু অভিমান যা একটা ছোট পরিবারের মধ্যেও হয়ে থাকে। আর সে অভিমান ১লা জুনের সভাতেই ইনশাল্লাহ মুছে যাবে বলে আমার দৃঢ় বিস্বাস । এ যেন আমাদের একই পরিবারের ২ ভাই একজন আরেকজনের থেকে পরিবারটাকে সুন্দর করার সাময়িক প্রতিযোগিতায় লিপ্ত আর দুজনেই পরিবারের সৌন্দর্য রক্ষায় পাগল থাকে। এখানে নেই কোন দীর্ঘ্য বিবাদ। যা আছে তা খুবই সামান্য।
দুটি টিম আবার একাকার হয়ে একটা বড় টিমে পরিণত হবে। আর আমরা আনন্দে গাইব গান “আমরা ছিলাম এক, আমরা আছি এক, আমরা থাকব এক”।
আসুন বুকভরা আশা নিয়ে আমরা সবাই সামনের সভাতে মিলিত হই আর আমাদের সকলের মাঝে মজবুত সেতুবন্ধন তৈরী করি।
মনে রাখতে হবে মিলনমেলাতে আমাদের কাজ শেষ হয়ে যাবে না। ফেলে আসা প্রিয় স্বদেশের মানুষের প্রতি আমাদের রয়েছে অনেক দায়িত্ব। আমাদেরকে দেখতে হবে স্থানীয়ভাবে গোলাপগাঞ্জের শিক্ষার মান কতটুকু। শুধু সার্টিফিকেট দিয়ে তো আর জনমসম্পদ তৈরী হয় না। অবশ্যই জাতীয় শিক্ষা ব্যবস্থার সুপ্রভাব ও কুপ্রভাব স্থানীয় শিক্ষার উপর থেকে যাবে।
সুচিন্তিত অভিমত সুসাগত।
আপনাদেরই একজন,
[আমীনুর রশীদ (আমীন), লন্ডন, ইউকে, +447939847724, ameenur1@yahoo.co.uk, www.facebook.com/AmeenurRasheedPress]