Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
এম সি একাডেমীর গৌরাবান্বিত শিক্ষার ঐতিহ্য ও আমাদের করণীয়।
কি এক যাদু ছিল এম সি একাডেমী। মানুষ দূর দুরান্ত থেকে তাদের সন্তানদেরকে এখানে পাঠাতে চাইত।
এটাকে কি শুধু এ কারণে ছিল যে এখানে বাংলা, ইংরেজি, অংক আর বিজ্ঞান ভাল পড়ানো হত?
না আসলে তা নয়। এখানকার প্রধান আকর্ষণ ছিল যে এখানকার ছেলেরা কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে সামগ্রিকভাবে উন্নত আচার আচরণের অধিকারী হত। আর এজন্যই অর্ধ সতাব্দী পার করা প্রধান শিক্ষক মসরুসুল করিম চৌধুরী ওরফে মসরু মিয়া বিঝ্যাত ছিলেন। এখানকার ছেলেরা খুবই আদব কায়দা সম্পন্ন হত। কারো কি মনে আছে ছোট বড় একজন আরেকজনকে কি বলে সম্বোধন করত? একজন আরেকজনকে ‘মাস্টর’ বলে ডাকত। এত সুন্দর পরিবেশ আমি পৃথীবিতে আর দ্বিতীয়টি দেখিনি।
এই পরিবেশের জন্যেই আমার বাবা আমাকে পার্শবর্তী আতহারিয়া স্কুলের পরিবর্তে এখানে পাঠান।
আপনি কারো সাথে ভিন্নমত পোষণ করতেই পারেন, আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্ত আপনার প্রতিক্রিয়া শালীনভাবে হতে হবে। শালীনতা রক্ষা করতে হবে যদি আপনি এম সি একাডেমীর ছাত্র হয়ে থাকেন। কোন অবস্থাতেই কোন কারণেই তা ভংগ করা যাবে না।
আমরা গোলাপগঞ্জে লেখাপড়া করেছি গোলাপগঞ্জকে সমৃদ্ধ করতে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা উন্নত আদর্শ রেখে যেতে চাই। তারা যেন আমাদের থেকে অসুন্দর কিছু না দেখে।
আর গোলাপগঞ্জকে সমৃদ্ধ করতে হলে আমাদের মধ্যে অবশ্যই ব্যাপকভিত্তিক আলোচনা করতে হবে। প্রয়োজনে আরেকটি ফোরাম খুলতে হবে যেখানে সার্বিক বিষয়ে আলোচনা করা যায়। অন্যথায় আমাদের এ সম্মেলন শুধুমাত্র একটা উৎসবই হবে। এবং তা তেমন ফলদায়ক কিছু বয়ে আনবে না।
আমাদের আলোচনার দ্বার খোলার উদ্যোগ নিতে হবে যাতে এম সি একাডেমীর অর্জিত শিক্ষাকে আমরা কাজে লাগাতে পারি এবং চিন্তার ক্ষেত্রে বন্ধ্যাত্বের অবসান ঘটাতে পারি।
এটা আমার নিতান্ত ব্যাক্তিগত অভিমত। যে কোন যথাযথ মন্তব্য সুসাগত।
রিইউনিয়নের সাফল্য কামনায় রইলাম।
(আমীনুর রশীদ, লন্ডন, UK, +447939857723, ameenur1@yahoo.co.uk, www.facebook.com/AmeenurRasheedPress)