Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
(আমীনুর রশীদ)
আজকাল আমাদের জনমানুষের মাঝে খুবই আকর্ষণীয়ভাবে ‘সহীহ আক্কীদাহ’ ও ‘সহীহ হাদীস’ এর বয়ান করা হয়। অত্যন্ত সুচতুরভাবে মুসলিম উম্মাহর একাগ্রতা নস্ট করা ও দৃস্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ দুটি পরিভাষা করে এক ধরণের প্রবণতা তৈরী করা হচ্ছে।
আসলে এ দুটি পরিভাষারর কোন ভিত্তিই শরীয়তে নেই।
কিছু লোক আরব জাহানের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে আরবী ভাষার উপর একটি পর্যায় পর্যন্ত দখল অর্জন করে, বিশেষ স্টাইলে স্কার্ফ, জোব্বা ইত্যাদি ব্যবহার নিজেদের নামের সাথে মাদানী শাইখ ইত্যাদি টাইটেল ধারণ করে সহীহ আক্কীদাহ ও সহীহ হাদীসের খুব বেশী বয়ান করেন।
কিন্ত সেই বিশেষ টাইপের লোকগুলো ইসলামী হুকুমতের কথা বলা দূরের কথা বরং তারা এ বিষয়ে উৎসাহী ব্যক্তিদের নিরুৎসাহিত করেন এবং সব সময়ই তারা দ্বীনের পরম গুরুত্বপূর্ণ এ বিষয়টি একেবারেই এড়িয়ে যান।
আসলে এ মাদানী শাইখ ব্যাক্তিগুলো বর্তমান বিশ্বে ইসলামী হুকুমতের পথে নিরুৎসাহকারী একটি অংশ। তারা আমাদের সমাজে একটি স্বতন্ত্র ক্ষীণধারা গড়ে তুলছে।
আমরা সম্প্রতি দেখলাম এ বিশেষ গোষ্ঠী বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী মিশরের ইসুলামপন্থী ড: হাফেয মুহাম্মাদ মুরসীকে সোদী শাসকগোষ্ঠীর প্রকাশ্য সমর্থনে আর তাদের দেশীয় ফাসেক্ক গোষ্ঠিকে সংগে নিয়ে উৎখাত করল।